New Update
/anm-bengali/media/post_banners/unDApXnd9Gt7YxN1w2P1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমে মর্মান্তিক ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হল ৯ অটো যাত্রীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মল্লারপুরে তেলডা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
​
একটি সরকারী বাসের সঙ্গে যাত্রী বোঝাই অটোর সরাসরি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই অটো যাত্রীরা প্রাণ হারিয়েছেন বলে খবর। ধান পোঁতার কাজ সেরে অটো করে যাত্রীরা বাড়ি ফিরছিলেন বলে অনুমান।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us