নীতীশ কুমারকে সমর্থন জিতন রামের

author-image
Harmeet
New Update
নীতীশ কুমারকে সমর্থন জিতন রামের



নিজস্ব সংবাদদাতাঃ
প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সমর্থনের ঘোষণা করলেন জিতনরাম মাঝি। তাঁর দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) নতুন সরকারকে নিঃশর্ত সমর্থনের কথা ঘোষণা করেছে। বর্তমান বিহার বিধানসভায় এইচএএম-এর চারজন বিধায়ক রয়েছে। দলের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, নীতীশ কুমারের সরকারে মহাজোট সরকারকে নিঃশর্তে সমর্থন করবে জিতেন রাম মাঝির দল এইচএএম। দলের চার বিধায়কই নীতীশ কুমারের নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করেছেন। এইচএএম-এর সমর্থনে বিহারে মহাজোটের বিধায়ক সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪।