New Update
/anm-bengali/media/post_banners/U3dpdoG4Jf0SqMm4gxXX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের কিছু অংশে মুষলধারে বৃষ্টিপাত। সেই কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাগুলি চলে যায় জলের তলায়, মেট্রো স্টেশনগুলি প্লাবিত হয় এবং শহর ও পার্শ্ববর্তী প্রদেশগুলি জুড়ে ব্ল্যাকআউটের সৃষ্টি হয়। কোনো কোনো এলাকায় গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে কোরিয়ার আবহাওয়া সংস্থা।
This guy got trapped in the Seoul floods and is taking.. selfies???? 😭😭😭 pic.twitter.com/6yxCggF3Vx
— nikki. (@kalopsia25) August 8, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us