হাসপাতাল থেকে উদ্ধার বিষধর সাপ

author-image
Harmeet
New Update
হাসপাতাল থেকে উদ্ধার বিষধর সাপ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হাসপাতাল থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় শোরগোল। সাপ উদ্ধার হতেই সাপ দেখতে হাসপাতাল চত্বরে ভিড় জমান রোগী থেকে শুরু করে পরিজনেরা। সাপের ছবি তুলতে তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই।এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।​



বনদফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া সাপটি গোখরো, প্রায় ৬ ফুট লম্বা। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে অফিস কোয়ার্টারে সোমবার কর্তব্যরত হাসপাতালের কর্মীরা দেখতে পান দুটি বিষধর সাপ, তারপর সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দাসপুর সুলতান নগর বিটে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা সাপ উদ্ধারে আসলেও সাপ না পেয়ে ফিরে যেতে হয়। ফের মঙ্গলবার সাপ আতঙ্ক ছড়িয়ে পড়লে বনদফতরের কর্মীরা অফিস কোয়াটার থেকে উদ্ধার করে একটি বিষধর গোখরো সাপ। তবে, আরো বেশ কয়েকটি সাপ আছে বলেই বনদফতর সূত্রে খবর।