নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার, কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে ভারত এবং শ্রীলঙ্কা।ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পাশাপাশি একদিনের সিরিজও জিতে নিয়েছে ভারত।তাই বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞের মতে, এদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।প্রথম একাদশের নিয়মিত কয়েকজন সদস্যকে বিশ্রাম দিয়ে নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে আজকের ম্যাচে।