বিজেপি-জেডিইউ জোটে ভাঙন, একজোট হলেন নীতীশ-তেজস্বী

author-image
Harmeet
New Update
বিজেপি-জেডিইউ জোটে ভাঙন, একজোট হলেন নীতীশ-তেজস্বী



নিজস্ব সংবাদদাতাঃ
মহারাষ্ট্রের পর এবার বিহারে মহানাটক। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপির হাত ছাড়লেন নীতীশ কুমার। এবার বিহারে বিজেপির বিরুদ্ধে একজোট হল নীতীশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি।  





সূত্রের খবর, উপ মুখ্যমন্ত্রী হতে পারেন তেজস্বী যাদব। আরজেডি কর্মীদের আহ্বান জানিয়ে লালু কন্যা টুইট করে জানিয়েছেন, 'ভাইকে রাজ তিলক পরাতে তৈরি হন।'