নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি এক বিখ্যাত সংস্থা ডেটা ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ। হরিয়ানার গুরুগ্রামের সাইবার ক্রাইম শাখা তদন্তে বিষয়টি সামনে এসেছে অভিযোগ। অভিযোদের ভিত্তিতে 'জাস্ট ডায়াল'কে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হরিয়ানা পুলিশ।সূত্রের খবর, সামান্য টাকের পরিবর্তে গ্রাহকদের তথ্য বিক্রি করে দিচ্ছে জাস্ট ডায়াল।