New Update
/anm-bengali/media/post_banners/Xhex0zfbnTQpyUAQaTfR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিষিদ্ধ সংগঠন এনএসসিএন (কে) এবং উলফা (আই) এর সন্দেহভাজন জঙ্গিরা মঙ্গলবার সকালে অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলার ভারত-মায়ানমার সীমান্তে প্যাংসাউ পাসে আসাম রাইফেলসের একটি শিবিরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ​
জঙ্গিদের হামলায় কোনও হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে এই হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us