New Update
/anm-bengali/media/post_banners/HWEoXePmZ5iGQro8tMCo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার ১৮ জন নতুন শপথ নেবেন। ইতিমধ্যে মুম্বাইয়ের রাজভবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ হাজির হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। জানা গিয়েছে, এদিন ৯ জন বিজেপি নেতা এবং শিবসেনার নয়জন নেতা আজ মুম্বাইয়ে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণে শপথ নেবেন। আজ শপথ নেবেন চন্দ্রকান্ত পাটিল, সুধীর মুঙ্গান্তিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে সহ প্রমুখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us