New Update
/anm-bengali/media/post_banners/LuVmnHrYRtJszAi6MIW6.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিহারে বিজেপি-আরজেডি জোটে ফাটল দেখা দিয়েছে, রাজ্য রাজনীতির আঙিনায় কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এরই মাঝে আরজেডি বিধায়ক ও নেতারা পাটনায় দলের প্রধান লালু প্রসাদ যাদবের বাসভবনে পৌঁছেছেন। রাজ্যে জেডি (ইউ) এবং বিজেপির মধ্যে ফাটলের খবরের মধ্যে আরজেডি আজ সকাল ১১ টায় একটি বৈঠক করবে। সভাকক্ষের বাইরে সব বিধায়কের মোবাইল ফোন রাখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us