মানসিক স্বাস্থ্য নিয়ে কলকাতা পুলিশকে প্রশিক্ষণ

author-image
Harmeet
New Update
মানসিক স্বাস্থ্য নিয়ে কলকাতা পুলিশকে প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা: মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এ বার কলকাতা পুলিশবাহিনীকে প্রশিক্ষণ দেবে আইওপি। অন্যান্য বাহিনীকেও অংশ নিতে প্রস্তাব পাঠানোর পরিকল্পনা করেছে আইওপি।ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য-বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিটি মেডিক্যাল কলেজ এবং স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের পড়ুয়াদের প্রশিক্ষণে জোর দিচ্ছে। পাশাপাশি পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানদেরজন্যও এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা বুঝেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সূত্রের খবর,প্রাথমিক পর্যায়ে ৫০ জন করে দু’টি দলে প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতা পুলিশের মাঝারি ও নিচুতলার কর্মীদের।