নিজস্ব সংবাদদাতাঃ ধীরে ধীরে বাগে আসছে করোনা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। কোভিড আক্রান্তদের মধ্যে ১২১ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬২। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, ৯৯, ৪৩৩। পজিটিভিটি রেট ৫.৭ শতাংশ।
একদিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে মোট ৫ জনের। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ৪০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৯১৭ জন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা ২০,৭০,৭৩১ জন।