বেস্টফ্রেন্ডের সঙ্গে ট্রিপই হবে সর্বসেরা

author-image
Harmeet
New Update
বেস্টফ্রেন্ডের সঙ্গে  ট্রিপই হবে সর্বসেরা

​নিজস্ব সংবাদদাতাঃ  প্রত্যেকেই ঘুরতে ভালবাসেন, তাই না?বিশ্বের নানা জায়গায় ঘুরে বিভিন্ন স্থানের মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করতে আপনার ইচ্ছে করে না বুঝি? এইরকম অভিজ্ঞতার সাক্ষী থাকার জন্য় আপনার প্রিয় বন্ধুকেও সঙ্গে নিন। মনে করুন, আপনার ও আপনার বেস্টফ্রেন্ডের যতরকম গসিপ আছে সবই হবে শুধু একটা অন্য় জায়গায় হবে। বেস্টফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেলে আপনার জীবনের অভিজ্ঞতাই অন্য়রকম হবে। 

Best friend quotes - Friendship Quotation



সবথেকে চেনা মানুষের সঙ্গে ঘুরতে যাবেন


যে কারও সঙ্গে ঘুরতে যাওয়া অতটাও সহজ নয়। আসলে আপনার সেই মানুষটিকে ভাল করে চেনা প্রয়োজন। তার রুটিন, ব্যবহার ইত্যাদি না জেনে তার সঙ্গে ঘুরতে যাওয়া সম্ভব নয়। একমাত্র যদি আপনি সেই মানুষটিকে ভাল করে চেনেন, তবে আপনার ট্রিপ আরও ভাল হতে পারে। সত্য়ি বলতে আপনি যদি আপনার বেস্টফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যান তবে আর নতুন করে চিন্তা করার কিছু নেই। 



Bff 3 Best Friends Girls - Novocom.top






একসঙ্গে মিলে প্ল্যান করলে আনন্দ হবে 


কয়েক মাসের মধ্য়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে এখন থেকেই নিশ্চয়ই প্ল্যান করা শুরু করে দিয়েছেন? শুরু করেননি কি? তবে ঘুরতে যাওয়ার আগে এই প্ল্যান করার বিষয়টাই বেশ বোরিং। যথেষ্ট রিসার্চ করতে হয়। তারপর একটা খাতা ও পেন নিয়ে বসে পড়তে হয়। কোথায় যাব, কোথায় যাব না। কীভাবে থাকলে বাজেটের মধ্য়ে হবে ইত্যাদি ইত্যাদি। মনে করুন তো, এই প্ল্যানিংটাই যদি আপনি আপনার বেস্টফ্রেন্ডের সঙ্গে করেন! প্ল্যান তো হবেই, তার সঙ্গেই নানারকম আড্ডা ও মজা থাকবে।