/anm-bengali/media/post_banners/iQ5glVaLzcDk6rXfTEbu.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের অযোধ্যাপুরে বিগত ১৯ বছর ধরে "রাগ পরাগ সংগীত শিক্ষায়তন" এলাকায় গান, আবৃত্তি, নৃত্য, গীটার, চিত্রাংকন ও তবলার শিক্ষাদান করে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান স্মরণ করা হল অযোধ্যাপুরের খেলার মাঠের পাশের হল ঘরে। শতাধিক শিক্ষার্থী , অভিভাবক ও গুণীজনের উপস্থিতিতে নাচ-গান-আবৃত্তি-গীটারের সুরে সুরে। নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনের বাংলার শিক্ষক কবি বিষ্ণুপদ দাস কবির নানান প্রসঙ্গ তুলে ধরেন।
প্রতিষ্ঠানের সকল আচার্য্য অংশ নেন। অধ্যক্ষ বানেশ্বর প্রধান জানান, "এই প্রতিষ্ঠানের অনেক কৃতি আজ রেডিও ও দূরদর্শনে সুনামের সঙ্গে কাজ করছেন। অনেক দূর দূর থেকে এখানে প্রতি রবিবার সবাই আসেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।" অভিভাবিকা তথা শিক্ষিকা সঞ্চিতা কুইল্যা ঘোড়াই বলেন, "এমন প্রতিষ্ঠান নিষ্ঠার সঙ্গে কাজ করেছে বলেই আজ আমার মেয়ে রেডিওর শিশু শিল্পী।" রবীন্দ্রভারতীর ছাত্রী সুপর্ণা সাহু বলেছেন, "এমন একটি শিক্ষাকেন্দ্রে পাঁচ বছরের তালিমেই আমি আমার স্বপ্ন পুরণের পথে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us