জেলে অতিরিক্ত সুবিধা চাইছেন না পার্থ

author-image
Harmeet
New Update
জেলে অতিরিক্ত সুবিধা চাইছেন না পার্থ


নিজস্ব সংবাদদাতা: আদালতের নির্দেশে জেলা হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে জানা যাচ্ছে, জেলে কোনও বার্তি সুবিধা নিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। 


Partha Chatterjee Spent The Night Sitting On The Toilet Commode In Jail -  Wbssc Scam: पार्थ चटर्जी ने कमोड पर बैठकर बिताई रात, कैदियों ने की  गाली-गलौज! - Amar Ujala Hindi News

তার শরীরে কিছু ব্যাথা অনুভব হচ্ছে। তবে তিনি ডাক্তার দেখতে চাইছেন না বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে অর্পিতাও স্বাভাবিক রয়েছে বলে জানা যাচ্ছে।