Park Street Shootout: ঘাতক জওয়ানের নিশানায় নিশানায় ৪ জন!

author-image
Harmeet
New Update
Park Street Shootout: ঘাতক জওয়ানের নিশানায় নিশানায় ৪ জন!

নিজস্ব সংবাদদাতাঃ পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর অথ্য। মনে করা হচ্ছে, ঘাত জওয়ানের নিশানায় একজন নয়। 

নিশানায় ছিলেন মোট চারজন। এর আগে সংবাদ মাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, উক্ত জওয়ানের দায়িত্বেই ছিল CISF-এর অস্ত্রভাণ্ডার। অস্ত্রভাণ্ডারের চাবিও নাকি ছিল তার কাছে!