Partha Chatterjee: কেমন আছেন কয়েদি নম্বর ৯৪৩৭৯৯?

author-image
Harmeet
New Update
Partha Chatterjee: কেমন আছেন কয়েদি নম্বর ৯৪৩৭৯৯?

নিজস্ব সংবাদদাতাঃ প্রেসিডেন্সি জেলে রাত কেটেছে পার্থ চট্টোপাধ্যায়ের। এখন কেমন আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? জানা গিয়েছে, রাতে ভালো ঘুম হয়নি তাঁর। 

খুব বেশি কথা বলেননি কারও সঙ্গে। শরীর এমনিতে ভালো আছে। তবে পা ফুলেছে বলে মনে করা হচ্ছে। রাতে খেয়েছেন রুটি, ডাল, তরকারি।