আমি বোরোলিন নিয়ে চলি: কুণাল

author-image
Harmeet
New Update
আমি বোরোলিন নিয়ে চলি: কুণাল

নিজস্ব সংবাদদাতাঃ "পার্থবাবু আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছেন। আমাকে পাগল বলেছিলেন", চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন কুণাল ঘোষ। এরপর পার্থ সম্পর্কে আর কোনও মন্তব্য করতে চাননি কুণাল।

 

মনে করা হচ্ছে, দলের পক্ষ থেকে তাঁকে 'সেন্সর' করা হয়েছে। 'সেন্সর' প্রসঙ্গে কুণাল বলেছেন, "আমি বোরোলিন নিয়ে চলি যাতে জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে।"