New Update
/anm-bengali/media/post_banners/yITQ8AlkPnSlhVOzGSeW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রশ্নের মুখে পড়তে পারে এলআইসি। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম প্রতিবেদনে প্রকাশ, অর্পিতা মুখার্জীর কাছ থেকে ৩১টি এলআইসি পলিসির কাগজপত্র পাওয়া গিয়েছে।
​
যার বেশিরভাগেরই প্রিমিয়াম বার্ষিক ৫০ হাজার করে। কীভাবে এতো প্রিমিয়ামের টাকা মেটানো হতো, সে ব্যাপারে তদন্ত শুরু করছে ইডি। এলআইসি কর্তৃপক্ষের কাছে টাকার উৎসের ব্যাপারে প্রশ্ন করা হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us