Arpitra Mukherjee: ৩১টি LIC, বছরে প্রিমিয়াম প্রায় ৫০ হাজার টাকা

author-image
Harmeet
New Update
Arpitra Mukherjee: ৩১টি LIC, বছরে প্রিমিয়াম প্রায় ৫০ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রশ্নের মুখে পড়তে পারে এলআইসি। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম প্রতিবেদনে প্রকাশ, অর্পিতা মুখার্জীর কাছ থেকে ৩১টি এলআইসি পলিসির কাগজপত্র পাওয়া গিয়েছে। 

যার বেশিরভাগেরই প্রিমিয়াম বার্ষিক ৫০ হাজার করে। কীভাবে এতো প্রিমিয়ামের টাকা মেটানো হতো, সে ব্যাপারে তদন্ত শুরু করছে ইডি। এলআইসি কর্তৃপক্ষের কাছে টাকার উৎসের ব্যাপারে প্রশ্ন করা হতে পারে।