হাসিমারা সেন্ট্রাল হাসপাতালকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার আবেদন

author-image
New Update
হাসিমারা সেন্ট্রাল হাসপাতালকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার আবেদন

সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ার: স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার জন্য হাসিমারা সেন্ট্রাল হাসপাতালকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার আবেদন জেলা তৃণমূল কংগ্রেসের। দীর্ঘদিন থেকেই আলিপুরদুয়ারের হাসিমারা সেন্ট্রাল হাসপাতালে পরিকাঠামো বেহাল অবস্থায় রয়েছে। মূলত  চা-বাগান কর্তৃপক্ষই এই হাসপাতাল রক্ষণাবেক্ষণ করে।এই মুহূর্তে মোট ৩০ জন কর্মচারী কাজ করছেন। মালংগি,বীচ,সাতালি চা-বাগান কর্মচারীদের চিকিৎসা এই হাসপাতালে হয়ে থাকে। কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যন্ত্রাংশ কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এই তিন চা-বাগানের শ্রমিকদের। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী বলেনস "দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই হাসপাতাল। আমরা জেলাশাসককে জানাব এই হাসপাতালেকে যেন রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে।"