New Update
/anm-bengali/media/post_banners/SV0grjJ3kZcGY6QtXU6d.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই কুলটিতেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে। কুলটির কুমার দিয়া স্বাস্থ্যকেন্দ্রে বিজেপি ভ্যাক্সিনেশন নিয়ে ডেপুটেশন দিল। ভ্যাকসিনের কারচুপি নিয়ে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের অভিযোগ, “এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিনেশন হচ্ছে মুখ চিনে চিনে। প্রশাসক হাসিম-এর লেখা সুপারিশ থেকেই বেছে নেওয়া হচ্ছে তাহলে তাদের বর্তমান বিজেপি এমএলএ ডক্টরের লেখা কাগজ ভ্যাক্সিনেশন হবে না কেন।“ সেই কারণে তারা আজ ডেপুটেশন দিল ওই স্বাস্থ্যকেন্দ্রে। অপরদিকে প্রশাসক মির হাকিম জানান এখন অনলাইনে অনেক সময় নাম নথিভুক্তকরণের অসুবিধা হচ্ছে তাই যাদের খুব জরুরী দরকার তারা তাদের নাম নথিভুক্ত করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিলে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us