নিজস্ব স্নগবাদ্দাতাঃ বিহারে মাঝগঙ্গায় নৌকায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত চারজনের। আহত হয়েছেন কমপক্ষে ২০। তাঁদের কোনও ক্রমে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, নৌকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের প্রাথমিক অনুমান, নৌকায় বেআইনিভাবে তোলা বালি নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাটনার একটি ঘাট থেকে রওনা দিয়েছিল একটি নৌকা। মাঝগঙ্গায় নৌকায় রান্না করা হয়। সেসময় সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দাউদাউ আগুন জ্বলে ওঠে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই দুর্ঘটনার পর বালি পাচারকারীদের কোনও হদিশ এখনও মেলেনি। গ্রেপ্তারও হয়নি কেউ। আপাতত আহতদের সুস্থ করে তোলাই লক্ষ্য। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে বালি পাচারকারীদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা, এমনই খবর পুলিশ সূত্রে।