টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন শুভমন গিল, দেখে নিন

author-image
Harmeet
New Update
টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন শুভমন গিল, দেখে নিন

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ঢাকে কাঠি পড়তে চলেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এরআর আজ তাই টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিল২১ বছর বয়সি শুভমন নিজের টুইটারে লিখেছেন, ‘টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী সকল প্রতিভাবান অ্যাথলিটদের আমার শুভেচ্ছা জানাইতোমরা ইতিমিধ্যেই ভারতকে গর্বিত করেছঅলিম্পিক শুরু হওয়ার জন্য এবার অপেক্ষা করছি #টিম ইন্ডিয়া, #অলিম্পিক’