চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পুলিশের সামনেই বন্দিকে গুলি করল দুষ্কৃতি, ছড়িয়েছে চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পুলিশের সামনেই বন্দিকে গুলি করল দুষ্কৃতি, ছড়িয়েছে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ পুলিশের সামনেই বন্দির ওপর গুলি চালাল দুষ্কৃতি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। 



LS IMAMBARA DISTRICT HOSPITAL | Covistan


হাসপাতালে মেডিক্যাল চেক-আপ করতে নিয়ে আসা হয়েছিল বন্দিকে। তখনই তার ওপর গুলি চালায় দুষ্কৃতি। এরফলে গুরুতর আহত হয়েছে টোটোন বিশ্বাস নামে ওই বন্দি। বর্তমানে সে চিকিৎসাধীন।