যুক্তরাজ্য নিয়ে আবেগে ভাসলেন ঋষি সুনাক

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্য নিয়ে আবেগে ভাসলেন ঋষি সুনাক

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যে চলছে প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া। সামনেই জানা যাবে কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। দৌড়ে টিকে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। 



Rishi Sunak and Liz Truss: Stakes high for first head-to-head debate - BBC  News


প্রথম থেকে ঋষি দৌড়ে এগিয়ে থাকলেও মনে করা হচ্ছে শেষে জয় হতে পারে লিজ ট্রাসের। তবে নিজের জয় নিশ্চিত করতে চান ঋষি। এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ভিডিও বার্তা দিয়ে আবেগে ভাসলেন ঋষি সুনাক। শুনুন তিনি কি বললেন-