New Update
/anm-bengali/media/post_banners/mL1Ta2KqoxRh4JfzefNA.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- মোজাফফর আহমেদের জন্মদিন এবং শ্যামাপদ দুলের মৃত্যু দিন উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এক নম্বর ব্লকের ফতেসিংপুর CPIM দলীয় কার্যালয় প্রাঙ্গনে CITU-র উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্ত দাতা রক্ত দান করতে পারবেন, যার শুভ উদ্বোধন করলেন CITU নেতা বিশ্বনাথ দাস, এছাড়া সেখানে উপস্থিত ছিলেন দিবাকর ভূঁইয়া সহ অন্যান্য বাম কর্মী সমর্থকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us