ভগ্ন সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার

author-image
New Update
ভগ্ন সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: ভগ্ন সেতু দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে আলিপুরদুয়ারের ঘাগড়া - বালাটারি গ্রামের বাসিন্দাদের। ভোট আসে, ভোট যায়, হয়নি স্থায়ী সেতু। এমনই বেহাল সেতু যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। আলিপুরদুয়ারের ঘাগড়া- বালাটারি  গ্রামের যোগাযোগের একমাত্র বাঁশের এই সেতু। কয়েক হাজার মানুষ এই সেতু দিয়েই ডিমা নদী পারাপার করে। স্থানীয় গ্রামবাসীদের দীর্ঘদিন থেকে দাবি করে এসেছেন যেন পাকা স্থায়ী সেতু তৈরী করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে বিজেপির বিধায়ক সকলেই এই সেতু পরিদর্শন করেছেন কিন্তু এখনো পর্যন্ত হয়নি পাকা সেতু। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, বর্ষার মরশুমে রাতে এই ভগ্ন সেতু দিয়ে পারাপার করতে হয়। জেলা পরিষদ থেকে শুরু করে নির্বাচিত বিধায়কদের এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি।