New Update
/anm-bengali/media/post_banners/SNurA2MY3v2PW4Tdjo0k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ছাত্রাবাস থেকে উদ্ধার হল বছর ৩২-এর এফটিটিআই পড়ুয়ার ঝুলন্ত গলিত দেহ। পুনে পুলিশ এই খবর জানিয়েছে। এই প্রসঙ্গে ডেকান জিমখানা থানার সিনিয়র ইনস্পেক্টর মূরলিধর কার্পে বলেছেন, "অশ্বিন অনুরাগ শুক্ল নামের এক এফটিটিআই পড়ুয়ার ঝুলন্ত দেহ ছাত্রবাস থেকে এদিন সকালে উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট না মেলায় তদন্ত শুরু হয়েছে।"
এফটিটিআই সূত্রের খবর, অশ্বিন অনুরাগ শুক্ল সিনেম্যাটোগ্রাফি বিভাগের ২০১৭-র ব্যাচের পড়ুয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us