/anm-bengali/media/post_banners/ZBksOrJnLTVqDzJyCsW7.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের বীরপাড়া থানার ভুটান সীমান্ত ঘেঁষা লঙ্কাপাড়ায় এক দুষ্কৃতীকে কুপিয়ে হত্যা করে অন্য দুষ্কৃতকারীদের একটি দল। মৃতের নাম ঋতুরাজ তামাং ওরফে বোকে ভাই। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা প্রায় বারোটা নাগাদ ডিবি লাইন এলাকায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোকের। খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ ডিবি লাইনে যায়। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এদিন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় লঙ্কাপাড়ায়। বীরপাড়া থানার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এবিষয়ে পুলিশ আধিকারিকরা মুখ খুলতে চাননি।প্রসঙ্গত, লঙ্কাপাড়া সহ বীরপাড়ার ভুটান সীমান্তবর্তী এলাকাগুলিতে রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল এই বোকে ভাই। খুন, তোলাবাজি সহ একাধিক অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। এরপর বৃহস্পতিবার আচমকাই তার উপর হামলা চালিয়েছে অন্য একদল দুষ্কৃতকারীদের একটি দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us