৭ অগাস্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

author-image
Harmeet
New Update
৭ অগাস্ট নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। ৭ অগাস্ট সাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনও আশার খবর নেই। ওড়িশার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যদিও আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে নেই। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ৮ তারিখের পর উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়বে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৭ শতাংশ। এই পর্যন্ত সবকটি নিম্নচাপ ওড়িশা উপকূলে সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টি নেই। নতুন নিম্নচাপটিও সৃষ্টি হতে পারে ওড়িশা-অন্ধ্র উপকূলে। 



তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।