New Update
/anm-bengali/media/post_banners/vg2BtieCiY04ZgM9p6KA.jpg)
নিজস্ব প্রতিনিধি-অভিনেতা কাজল এবং অজয় ​​দেবগনের প্রেমের গল্প রূপকথার চেয়ে কম নয়। তাদের বিপরীত ব্যক্তিত্বের কারণে দুজনের এই জুটি বিশেষভাবে চিহ্নিত। যদিও কাজল তার চুলবুলে স্বভাবের জন্য পরিচিত, এবং উল্টোটা অজয় ​,তিনি একজন অন্তর্মুখী।আজ কাজল তার ৪৮তম জন্মদিন পালন করছেন।
ভক্ত এবং অনুরাগীদের তরফ থেকে শুভেচ্ছা পাওয়ার সঙ্গে সঙ্গে অজয়ও ঠিক রাত ১২ টাতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু তা ছিল একেবারেই ভিন্ন। তিনি এক ছোট্ট ভিডিওর মাধ্যমে অভিনেত্রী কে শুভেচ্ছা জানান এবং ক্যাপশনে লেখেন, "যখন সে কল করে আমি কখনই তা তুলতে ব্যর্থ হই না।শুভ জন্মদিন প্রিয়তম কাজল"। দেখুন সেই ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us