রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

author-image
Harmeet
New Update
রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিজস্ব সংবাদদাতাঃ রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫০ বেসিস পয়েন্ট বেড়ে নতুন রেপো রেট হচ্ছে ৫.৪ শতাংশ। আজ রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, নতুন রেপো রেট এখন থেকেই কার্যকর হচ্ছে। মুদ্রাস্ফীতি আরও কমাতেই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই-র মনিটারি পলিসি কমিটি। ৩ অগাস্ট থেকে রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির তিন দিনের বৈঠকে বসেছিল। আজকের সিদ্ধান্তের ফলে রেপো রেট প্রাক-মহামারী পর্যায়ের ৫.১৫ শতাংশের চেয়ে বেশি হয়ে গেল।

          

ভারতে মুদ্রাস্ফীতি জুন মাসে ছিল ৭.০১ শতাংশ। টানা ষষ্ঠ মাসে এই হার ৬ শতাংশের উপরে থাকায় উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা। এই পরিস্থিতিতে মে ও জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট যথাক্রমে ৪০ বেসিস পয়েন্ট ও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এই রোপো রেট বৃদ্ধির ফলে রাতারাতি সুদের হার বাড়াতে বাধ্য হয়েছিল সরকারি,বেসরকারি ব্যাঙ্কগুলো। যার সরাসরি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের উপরে। আরবিআই গভর্নর বলেছেন, "২০২২-২৩ সালে মুদ্রাস্ফীতি ৬.৭ শতাংশ থাকব বলে অনুমান করা হয়েছে। ২০২৩-২৪-র প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফিতী ৫ শতাংশে থাকবে বলে অনুমান করা হয়েছে।"