নিজস্ব সংবাদদাতাঃ জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবু কিশি বৃহস্পতিবার অভিযোগ করে বলেন, চীনের ছোড়া পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। এতে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে টোকিও। ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত জাপান উপকূলীয় অঞ্চলের অন্তর্গত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড)- এ ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এনিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বেজিংয়ের। এদিকে তাইওয়ানের দক্ষিণ, পূর্ব এবং উত্তর উপকূলীয় জলসীমার কাছে মোট ১১টি দংফেং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীনের সামরিক বাহিনী।