চিনা ক্ষেপনাস্ত্রকে গুরুতর সমস্যা বলে দাবি করলেন জাপানের প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
চিনা ক্ষেপনাস্ত্রকে গুরুতর সমস্যা বলে দাবি করলেন জাপানের প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে চিন ও তাইওয়ানের মধ্যে। ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পরেও চিনের তরফে তাইওয়ানের প্রতি হুমকি বৃদ্ধি পাচ্ছে। 



Chinese missiles believed to have landed in Japan's exclusive economic  zone: Minister - World News


এই চিনের ক্ষেপনাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে তিনি বলেন, “চিনা ক্ষেপণাস্ত্র গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে”।



China conducts 'precision missile strikes' in Taiwan Strait | AP News