রাতেই শুরু কংগ্রেসের প্রতিবাদ, জারি হল ১৪৪ ধারা

author-image
Harmeet
New Update
রাতেই শুরু কংগ্রেসের প্রতিবাদ, জারি হল ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতাঃ আজ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং অন্যান্য সমস্যার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করবে কংগ্রেস।











 এরমধ্যে রাত থেকেই কংগ্রেস কর্মীরা দিল্লিতে এআইসিসি সদর দফতরে জড়ো হয় প্রতিবাদের জন্য। 











যার ফলে যন্তর মন্তর ছাড়া নয়া দিল্লির সমগ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 











এছাড়াও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও  ট্র্যাফিক নিয়ন্ত্রণ সঠিকভাবে বজায় রাখার কারণে শুক্রবার নয়া দিল্লির কোনও এলাকায় বিক্ষোভ বা ধর্নার অনুমতি দেওয়া যাবে না।