তাইওয়ানের আকাশে আরও চিনা সামরিক বিমান প্রবেশ

author-image
Harmeet
New Update
তাইওয়ানের আকাশে আরও চিনা সামরিক বিমান প্রবেশ

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর সেরেছেন। যার জেরে চিন ও তাইওয়ানের মধ্যে ক্রমশই বাড়ছে যুদ্ধ সম্ভাবনা।






 ইতিমধ্যেই তাইওয়ানের দিকে মিশাইল হামলা চালায় চিন। এছাড়াও বৃহস্পতিবার তাইওয়ানের আকাশে প্রবেশ আরও ২২ টি চিনা সামরিক বিমান। যার ফলে বাড়ছে চিন্তা।