/anm-bengali/media/post_banners/NLhBGC63FeWd21SQ9khI.jpg)
দিগ্বিজয় মাহালী, ঘাটাল: ২০২১ এর নির্বাচন এবং ফল ঘোষণার পর ঘাটাল বিধানসভা জুড়ে চলেছে রাজনৈতিক সন্ত্রাস। অভিযোগ, আর সেই সন্ত্রাসে ভিটে মাটি ছাড়া হতে হয়েছে একে একে একাধিক বিজেপি নেতা কর্মীর পাশাপাশি দলের সমর্থকদের। কিন্তু ক্ষমতায় ফিরে নির্বাচন পরবর্তীতে প্রশাসনের কোনো উদ্যোগ নেই তাদের কর্মীদের বাড়ি ফেরানোর। ঘাটালের রাধানগরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন ঘাটালের বর্তমান বিধায়ক শীতল কপাট।
উল্লেখ্য, শীতলবাবু এই ঘাটাল বিধানসভা কেন্দ্রে ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। শীতলবাবু জানান, তিনি তাঁর বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থক যারা এই নির্বাচন এবং ফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া তাদেরকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছেন। দেখা গেল, তিনি নিজে দাঁড়িয়ে থেকে গোপীনাথপুরের সেখ সরিফুল ইসলাম, সেখ নাসিবুল ইসলাম, রাধানগরের গোবিন্দ আশের মতো বহু বিজেপি কর্মীকে ঘরে ফেরালেন। দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে চোখে মুখে দেখা ধরা পড়ল সেই খুশি। অন্যদিকে শীতলবাবুর এই উদ্যোগকে আমল দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মাজি। তিনি বলেন, ‘রাজ্য জুড়ে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে আর ঘাটালেও সে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে নোংরা খেলায় নেমেছেন আমাদের বিধায়ক। ঘাটাল এলাকায় নির্বাচন পরবর্তীতে বিজেপির কেউ ঘর ছাড়া ছিল বলে আমার জানা নেই, যা করছেন সবই সাজানো।’
আরও খবরঃ http://anmnews.in/?p=211458 / http://anmnews.in/?p=211454
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us