হরিদ্বার জেলের ৪৩ জন বন্দি কোভিড পজিটিভ!

author-image
Harmeet
New Update
হরিদ্বার জেলের ৪৩ জন বন্দি কোভিড পজিটিভ!

নিজস্ব সংবাদদাতা : হরিদ্বারের জেলা কারাগারে প্রায় ৪৩ জন বন্দি করোনায় আক্রান্ত। সূত্রের খবর, ৪২৫ জন বন্দির নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৪৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক খগেন্দ্র সিং।


 করোনা আত্রান্ত বন্দিদের আলাদা ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি। ২৮-২৯ জুলাই পর্যন্ত কারাগারের ভিতরে হেপাটাইটিস এবং অন্যান্য সংক্রমণের জন্য বন্দিদের পরীক্ষা করার জন্য একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় টেস্ট করা হয়।