মহিলাদের জন্য ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেঃ মমতা

author-image
Harmeet
New Update
মহিলাদের জন্য ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেঃ মমতা



নিজস্ব সংবাদদাতাঃ

বৃহস্পতিবার নবান্ন থেকে ফের বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে। ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ফের দুয়ারে সরকার। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা যাবে। রাজ্যে বালি খাদান নীতির কেন্দ্রীয় করণ করা হচ্ছে। বালি, মাটির মতো প্রাকৃতিক সম্পদ লুঠ করা যাবে না। অনিয়ম দেখলে জানান, কাঊকে ছাড় দেওয়া হবে না। শিক্ষকদের বদলির ব্যাপারে চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। বাড়ি থেকে অনেক দূরে যাতে কাউকে যেতে না হয় তার জন্য নতুন প্রকল্প।