ভারতীয় সেনা বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি জারি

author-image
Harmeet
New Update
ভারতীয় সেনা বাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি জারি

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি ভারতীয় সেনায় চাকরি করতে চান? তাহলে এটাই হতে পারে সেরা সুযোগ। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আগ্রহী চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান আর্মির (Indian Army) অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। শর্ট সার্ভিস কমিশনে সব মিলিয়ে ১৯১ জনকে নিয়োগ করা হবে। যার মধ্যে 'টেকনিক্যাল' পুরুষের সংখ্যা হবে ১৭৫ জন। মহিলা ১৪ জন ছাড়াও আর্মি জওয়ানদের বিধবাদের জন্য দুটি আসন রাখা হয়েছে। আগামী ২৪ অগাস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের। শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল পদে আবেদনের ক্ষেত্রে পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে হবে। সেই ক্ষেত্রে তাদের B.E./B. Tech উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। তবে নন টেকনিক্যাল পদে বিধবা চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১.০৪.২০২৩-এর মধ্যে টেকনিক্যালের জন্য ২০ থেকে ২৭ বছর হতে হবে। সেখানে নন টেকনিক্যালের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। 







এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। একবার আবেদনপত্রগুলি যাচাই হয়ে গেলে প্রার্থীদের PET, SSB Interview ও Medical Exam-এর মধ্যে দিয়ে যেতে হবে। তারপরই প্রার্থী বাছাই পর্ব সম্পূর্ণ হবে। উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এ গিয়ে নির্দিষ্ট আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্য কোনও প্রাসঙ্গিক নথিপত্রের সমর্থনে শংসাপত্রের স্বাক্ষরযুক্ত কপি সহ আবেদন করতে পারেন ।