আরব সাগরে ইতিহাস গড়ল ভারতীয় নৌবাহিনী

author-image
Harmeet
New Update
আরব সাগরে ইতিহাস গড়ল ভারতীয় নৌবাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ আরব সাগরে নজির গড়ল ভারতীয় নৌবাহিনী। ৩ আগস্ট, পোরবন্দরের নেভাল এয়ার এনক্লেভে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর আইএনএএস ৩১৪-এর পাঁচ কর্মকর্তা একটি ডর্নিয়ার ২২৮ বিমানে উত্তর আরব সাগরে নিয়োজিত ছিলেন। এই প্রথম মহিলারা সামুদ্রিক নজরদারির মিশন সম্পন্ন করেছেন। বিমানটির নেতৃত্বে ছিলেন মিশন কমান্ডার লেফটেন্যান্ট সিডিআর আঁচল শর্মা।