দিল্লিতে হামলা চালাতে পারে নতুন জঙ্গি সংগঠন 'লস্কর-ই-খালসা', সতর্ক করল আইবি

author-image
Harmeet
New Update
দিল্লিতে হামলা চালাতে পারে নতুন জঙ্গি সংগঠন 'লস্কর-ই-খালসা', সতর্ক করল আইবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানী দিল্লি এবং জম্মু ও কাশ্মীরে হামলা চালাতে পারে আইএস-র সহযোগী নতুন সন্ত্রাসবাদী সংগঠন 'লস্কর-ই-খালসা'। ভারতের স্বাধীনতা দিবসের আগে এ ব্যাপারে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো। তাদের তথ্য অনুযায়ী, বিশেষভাবে ভারতে জঙ্গি কর্মকাণ্ড চালাতে লস্কর-ই-খালসা গঠন করেছে আইএস। সংগঠনে যোগ দিয়েছে আফগান যোদ্ধারাও।

   

দশ পৃষ্ঠার একটি নোট জারি করেছে আইবি। তাতে রাজস্থানের উদয়পুর এবং মহারাষ্ট্রের অমরাবতীতে হিংসার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। উগ্রবাদী দলগুলো দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করতে পারে বলে ওই নোটে সতর্ক করা হয়েছে। এছাড়া জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করেছে আইবি। আইবি সতর্ক করেছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই লাল কেল্লার জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা করা উচিত। এবার লাল কেল্লার আশপাশে আরও নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পতাকা উত্তোলনের জায়গায় সীমিত লোকদের যেতে দেওয়া হবে। লস্কর-ই-খালসা ভারতে বসবাসকারী আফগানিস্তান ও সুদানের নাগরিকদের উপর হামলা চালাতে পারে বলেও সতর্ক করেছে আইবি।