মাঙ্কিপক্সের উপসর্গ, এর চিকিৎসা কী? তথ্য প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

author-image
Harmeet
New Update
মাঙ্কিপক্সের উপসর্গ, এর চিকিৎসা কী? তথ্য প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

নিজস্ব সংবাদদাতাঃ দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। দেশে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মাঙ্কিপক্স কী, এর উপসর্গ কী কী ও এর চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। 



গতকাল মাঙ্কিপক্স হলে কী কী করণীয় আর কী কী করা যাবে না, তার তালিকা তৈরি করে দিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একটি টুইট পোস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, "কেউ যদি সংক্রামিত ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ বা বারবার যোগাযোগ রাখেন, তাহলে তাঁর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।"