New Update
/anm-bengali/media/post_banners/7ap3TfjN1RAARJORR01X.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যে খুব শীঘ্রই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন হতে চলেছে। চলমান প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ার দৌড়ে টিকে রয়েছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। প্রথম থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ঋষি সুনাক। তবে বর্তমান রিপোর্ট বলছে জয়ের সম্ভাবনা রয়েছে লিজ ট্রাসের।
তবে জয় পেতে মরিয়া ঋষি সুনাক। জয়ের লক্ষ্যে তিনি তার বক্তব্যে বলেন, “আমাদেরদেশকেনিরাপদরাখতেযাযাকরাদরকারআমিকরব”। শুনুন তার বক্তব্য-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us