দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আমদানি করবে ভারত

author-image
Harmeet
New Update
দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আমদানি করবে ভারত

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আমদানি করবে ভারত। ভারতে চিতার পুনঃপ্রবর্তনের জন্য দক্ষিন আফ্রিকা থেকে চিতা আমদানি করার পরিকল্পনা করছে কেন্দ্র।



Best safaris for Cheetah in South Africa | 20 sightings | Expert Africa


 ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শ হয়েছে এই বিষয়ে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে দক্ষিণ আফ্রিকার চিতা।