আমেরিকা তাইওয়ানের পাশে আছে, দাবি ন্যান্সির

author-image
Harmeet
New Update
আমেরিকা তাইওয়ানের পাশে আছে, দাবি ন্যান্সির

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসির এই সফর প্রথম থেকেই ভালো চোখে দেখছে না চিন। ইতিমধ্যেই তাইওয়ানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে চিন। ফলে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।



Nancy Pelosi Taiwan visit LIVE: Over 20 Chinese military planes enter  Taiwan's airspace, reports AFP citing Taipei | Hindustan Times


 এই পরিস্থিতির মধ্যেই তাইওয়ানের পাশে থাকার বার্তা দিল ন্যান্সি পেলোসি। তিনি জানান, আমেরিকা তাইওয়ানের পাশে আছে।