উত্তেজনার মধ্যেই ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রশাংসা করল তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়

author-image
Harmeet
New Update
উত্তেজনার মধ্যেই ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রশাংসা করল তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়


নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসির এই সফর প্রথম থেকেই ভালো চোখে দেখছে না চিন। ইতিমধ্যেই তাইওয়ানে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে চিন। 



U.S. warns China not to turn Pelosi's expected Taiwan trip into crisis |  The Japan Times


ফলে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে উত্তেজনার মধ্যেই ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিষয়ে প্রশংসা করল তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। তাইওয়ানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রাণালয়।



We Come In Friendship": Nancy Pelosi On Taiwan Visit Amid China Threat