অর্পিতার জীবনবিমার নমিনি পার্থ চট্টোপাধ্যায়!

author-image
Harmeet
New Update
অর্পিতার জীবনবিমার নমিনি পার্থ চট্টোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতাঃ চাঞ্চল্যকর দাবি পেশ করল ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবিমায় নমিনি হিসাবে পার্থ চট্টোপাধ্যায়। তাও একটা বা দুটো বিমা নয়। 

৩১টি জীবনবিমায় নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বলে তদন্তকারীরা দাবি করেছেন। দু’জনের মধ্যে যোগাযোগ কতোটা 'ঘনিষ্ঠ', সেটা বোঝানোর জন্যই এই তথ্য তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে।