/anm-bengali/media/post_banners/L6VFjeirJaGGkgYFMbQn.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ পরিত্যক্ত একটি আবাসনের মালিকানা দখলকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের লড়াইয়ের সামিল হতে এসে জখম ছাত্ররা, ভর্তি হাসপাতালে। বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ ছাত্রদের। সামাল দিতে ছুটল পুলিশ। মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল পাশাপাশি। কলেজিয়েট স্কুলের পেছনে একটি পুরনো কোয়ার্টার রয়েছে। যেখানে শেষবার মেদিনীপুর কলেজের অধ্যক্ষ থাকতেন। এই কোয়ার্টারে একটা সময় থাকতেন ঋষি রাজনারায়ণ বসু। যিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
পরবর্তীকালে এই কোয়ার্টারে মেদিনীপুর কলেজের অধ্যক্ষগণ থাকতেন। কয়েক বছর ধরে এই কোয়ার্টারটি নিজেদের দাবি করে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ও মেদিনীপুর কলেজ দুই পক্ষের মধ্যে গন্ডগোল তৈরি হয়। এই কোয়ার্টারের দখল নিয়ে আদালতে মামলা হয়। আদালতের নির্দেশে কোয়ার্টারের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে। এরই মাঝে মঙ্গলবার সকালে অপরিচ্ছন্ন ওই কোয়ার্টারটি পরিচ্ছন্ন করতে প্রবেশ করে মেদিনীপুর কলেজের এনএসএস ইউনিট।
আদালতের স্থিতাবস্থায জারি রাখার সময় এই কাজ করতে ঢোকায় প্রতিবাদ করে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। কলেজের অধ্যাপকদের সঙ্গে কলেজের ছাত্ররা এখানে সামিল হয়। অন্যদিকে কলেজিয়েট স্কুলের সঙ্গে এই স্কুলের ছাত্ররা হাজির হয়। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এতে জখম হয় কলেজিয়েট স্কুলের জুনিয়র ছাত্ররা। প্রতিবাদে স্কুলের সামনে শহরের প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ছাত্ররা। উত্তেজনা সামাল দিতে ছুটে আসতে হয় কোতোয়ালি থানার পুলিশকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us