চোট নিয়ে আপডেট দিলেন রোহিত

author-image
Harmeet
New Update
চোট নিয়ে আপডেট দিলেন রোহিত

নিজস্ব সংবাদদাতাঃ রোহিত শর্মার চোট আতঙ্ক ধরিয়েছে ভারতীয় সমর্থকদের মনে। কোমরে যন্ত্রণা অনুভূত হওয়ায় মাঠ ছেড়েছিলেন তিনি। "যন্ত্রণা নেই। এখন ঠিক আছি। তৃতীয় ম্যাচের এখন দেরি রয়েছে। আশা করি ততদিনে ঠিক হয়ে যাব", নিজেই বললেন ক্যাপ্টেন রোহিত।